ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, মে ৯, ২০২২
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ মে) বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহতরা হলো— ৭ বছর বয়সী নুসরাত জাহান নুর ও ৪ বছর বয়সী তাবাসুম তাজবিয়া। তারা একে অপরের চাচাতো বোন।

নিহত শিশুর স্বজনরা জানান, নুসরাত ভোলাব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদের মেয়ে এবং তাবাসুম তার ভাই মোহাম্মদ আব্দুলের মেয়ে তাবাসুম। তারা গুতুলিয়া এলাকায় একই বাড়িতে থাকতো৷ বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পেছনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে রাতে তাদের খোঁজাখুঁজি করে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভোলাব পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দুই শিশুর মৃতদেহ পুকুর থেকে উঠিয়ে পাশে রাখা হয়েছে। তাদের লাশ দাফনের জন্য স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, মে ৯, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।