ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ১১, ২০২২
অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু বরিশাল

বরিশাল: বরিশালে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মাছ ধরতে গিয়ে প্রবীর (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবীর নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ৩টার দিকে নগরীর বগুড়া রোডের অক্সফোর্ড মিশন গির্জার ফাদার জন হালদার পুকুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মাছ শিকার করছিলেন প্রবীরসহ অন্যান্য জেলেরা। এ সময় বিদ্যুস্পৃষ্ট হন প্রবীর। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল হক বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবার কোনো অভিযোগ করলে তা আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ১১, ২০২২
এমএস/এমজে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।