ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ইউএনও’র গাড়ির ধাক্কায় ৩ জন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ১৩, ২০২২
ইউএনও’র গাড়ির ধাক্কায় ৩ জন আহত

নওগাঁ: নওগাঁয় ইউএনও’র গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মে) দুপুরে রানীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ৩ জনের মধ্যে শরিফুল মণ্ডল (৩৫) নামে গুরুত্বর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বাকি দুইজন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

স্বজনরা জানায়, দুপুরে শরিফুলসহ ওই তিনজন কাজের উদ্দেশে মোটরসাইকেলে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় রানীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে গিয়ে ৩ জন গুরুতর আহত হন। তাদের নওগাঁ সদর হাসপাতালে নিলে গুরুত্বর আহত অবস্থায় শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে পাঠায় চিকিৎসকরা। তার ডান পা, ডান হাত, ও মুখে মারাত্মক জখম হয়েছে।

তবে ইউএনও ইকতেখারুল ইসলামের দাবি, তারা ভুল সাইড দিয়ে গাড়ি চালচ্ছিলেন এবং একই মোটরসাইকেলে ৩ জন ছিলেন। আহতদের চিকিৎসা সহায়তার দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।