ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ইয়াবা-আইসসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ১৫, ২০২২
ইয়াবা-আইসসহ মাদকবিক্রেতা আটক

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও মিথাইল অ্যামফিটামিনযুক্ত ক্রিস্টাল মেথ আইস ও নগদ অর্থ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

রোববার (১৫ মে) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তারা এ অভিযানের সময় শাহিদুল নবী রিয়ন (৩৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করে।

আটক মাদকবিক্রেতা কানুপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মুহাম্মদ আমিনুল কবির বাংলানিউজকে জানান, আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের বাসিন্দা রিয়নের বাসায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবা, ৬০ গ্রাম মিথাইল অ্যামফিটামিনযুক্ত ক্রিস্টাল মেথ আইস ও নগদ ৩৯ হাজার টাকাসহ মোট ১৯ লাখ ৫৯ হাজার টাকার মাদক জব্দ করা হয়। এসব মাদকদ্রব্য নিজ রুমে স্টক করে বিক্রি করায় তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ১৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।