ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

'বঙ্গবন্ধু ধান ১০০' উৎপাদনে বিশেষ নজর দেওয়ার তাগিদ কৃষিমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ১৫, ২০২২
'বঙ্গবন্ধু ধান ১০০' উৎপাদনে বিশেষ নজর দেওয়ার তাগিদ কৃষিমন্ত্রীর

কুমিল্লা: কৃষকদের 'বঙ্গবন্ধু ধান ১০০' উৎপাদনে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (১৫ মে) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয় কুমিল্লার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের প্রধান খাদ্য ভাত। এজন্য কৃষি বিজ্ঞানীরা পুষ্টির চাহিদা পূরণে জিংক, আয়রনসহ নানা পুষ্টি উপাদান সমৃদ্ধ ধানের নতুন জাত উদ্ভাবন করেছেন। এর মধ্যে বঙ্গবন্ধু ধান ১০০ উল্লেখযোগ্য।

সেখানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানকে ব্রি ধান ৮৪, ব্রি ধান ৮৮, ব্রি ধান ৮৯ এবং ব্রি ধান ৯২ এর বীজ উৎপাদন করে ফলন বৃদ্ধি করার নির্দেশনা দেন মন্ত্রী। বিশেষ করে বঙ্গবন্ধু ধান ১০০ উৎপাদনে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. বেনজির আলম, ব্রি'র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলামসহ বারি, ব্রি, বিনা উপকেন্দ্র, এআইএস, এসআরডিআই, ওএফআরডি, বিএডিসি'র কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ১৫, ২০২২
এফআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।