ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাইমচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মে ১৭, ২০২২
হাইমচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে পুকুরের পানিতে ডুবে মেহরাজ নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭মে) দুপুরে উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মেহরাজ ওই গ্রামের জুয়েল গাজীর তৃতীয় ছেলে। সে ৫৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ছিল।  

মৃত মেহরাজের পারিবারের লোকজন জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মেহরাজ ও তার সমবয়সী চাচাতো বোন বাড়ির পুকুর গোসল করতে যায়। সাঁতার না জানা মেহরাজ পুকুরের পানিতে ডুবে যায়। প্রায় আধাঘণ্টা খোঁজাখুঁজির পর তার নিথর দেহ উঠানো হয় পানির নিচ থেকে।  

পরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসেন মৃত বলে ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ১৭, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।