ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

মধুমতি বিলরুট চ্যানেলে এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ১৮, ২০২২
মধুমতি বিলরুট চ্যানেলে এক ব্যক্তির মরদেহ প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গায় মধুমতি বিলরুট চ্যানেলের পানিতে ইটের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় বেলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে বৌলতলি পুলিশ ফাঁড়ির সদস্যরা।

 

নিহত বেলাল জেলার কাশিয়ানী উপজেলার কুমরিয়া গ্রামের বশার বিশ্বাসের ছেলে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এএইচএম জসিমউদ্দিন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, সকালের দিকে ওই চ্যানেলে পানিতে মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন দেন উপজেলার উলপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফারজানা বেগম। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরও জানান, কোনো কারণে তাকে হত্যার পর মরদেহ গুম করার জন্য ছয়টি ইটের সঙ্গে হাত-পা বেঁধে নদীর পানিতে ডুবিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।