ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুসিক নির্বাচন: অনিয়মে জরিমানা আদায় ১৮ লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ২১, ২০২২
কুসিক নির্বাচন: অনিয়মে জরিমানা আদায় ১৮ লাখ টাকা

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে এ পর্যন্ত বিভিন্ন মামলায় ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান শনিবার (২১ মে) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি যুগ্ম সচিব বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২৬ এপ্রিল থেকে শুক্রবার (২০ মে) পর্যন্ত পুলিশি টহল ও চেকপোস্টের মাধ্যমে ৫৪৭টি মোটরসাইকেলের বিপরীতে ১৭ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩৪ মামলায় জরিমানা আদায় করা হয় ৪০ হাজার ৮০০ টাকা।

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট। নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন আগামীকাল রোববার (২২ মে)। আপিল নিষ্পত্তি করতে হবে আগামী বুধবারের (২৫ মে) মধ্যে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বৃহস্পতিবার (২৬ মে)। প্রতীক বরাদ্দ হবে আগামী শুক্রবার (২৭ মে)।

এবার কুসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে ইভিএমেই ভোটােধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন ও পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। সিটিতে তৃতীয় লিঙ্গের বা হিজড়া ভোটার আছেন দুজন। নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা ১৫৪ জন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ২১, ২০২২
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।