ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইউক্রেন যুদ্ধের ফলে যুক্তরাজ্যের ভিসায় বিলম্ব 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ২২, ২০২২
ইউক্রেন যুদ্ধের ফলে যুক্তরাজ্যের ভিসায় বিলম্ব 

ঢাকা: ইউক্রেন যুদ্ধের ফলে যুক্তরাজ্যের ভিসা পেতে সময় বেশি লাগছে।

রোববার (২২ মে) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ইউক্রেন আক্রমণের ফলে সৃষ্ট মানবিক সঙ্কটের প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেন ভিসা স্কিম অ্যাপ্লিকেশনগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই পড়াশোনা, কর্ম এবং পারিবারিক ভিসার জন্য আবেদনগুলো প্রক্রিয়া করতে বেশি সময় নিচ্ছে। বিশ্বব্যাপী চাহিদা বাড়ার কারণে স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা বর্তমানে প্রক্রিয়া করতে গড়ে ছয় সপ্তাহ সময় নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মে ২২, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।