ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মাসেতু উদ্বোধন ও নামকরণের সারসংক্ষেপ নিয়ে গণভবনে কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মে ২৪, ২০২২
পদ্মাসেতু উদ্বোধন ও নামকরণের সারসংক্ষেপ নিয়ে গণভবনে কাদের ফাইল ছবি

ঢাকা: পদ্মা সেতু উদ্বোধন এবং নামকরণের সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবন গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে গণভবনে প্রবেশ করেন ওবায়দুল কাদের।

সূত্র বলছে, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ এবং নামকরণের বিষয়টি চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সব কিছু ঠিক থাকলে জুন মাসের শেষের দিকে পদ্মা সেতু উদ্বোধন করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ২৪, ২০২২
এমইউএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।