ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরের আমঝুপি ইউনিয়নে দুই মেম্বর প্রার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০২২
মেহেরপুরের আমঝুপি ইউনিয়নে দুই মেম্বর প্রার্থী আটক

মেহেরপুর: ভোট কেন্দ্রের মধ্যে দীর্ঘক্ষণ অবস্থান করে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করার অভিযোগে দুই সাধারণ সদস্য (মেম্বর) প্রার্থীকে আটক করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

বুধবার (১৫ জুন) দুপুর ৩টার দিকে আমঝুপি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোকশা সরকারি প্রথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জমিরুল শেখ (আপেল প্রতীক) এবং আলী কদর (মোরগ প্রতীক)।

খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ পারভেজ বাংলানিউজকে জানান, ওই দুই প্রার্থী বিনা অনুমতিতে ভোট কেন্দ্রের বুথের মধ্যে অবৈধভাবে অবস্থান নিয়ে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছিলেন। পরে সেখানে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তাদের আটক করেন।
স্থানীয়রা জানান, দুইজন প্রার্থী ভোট কেন্দ্রের মধ্যে দীর্ঘক্ষণ অবস্থান করে প্রভাব বিস্তার করছিলেন। এ সময় তারা বেশ কয়েকবার বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তাদের দুজনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।