ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘পদ্মা সেতুর আদলেই হচ্ছে জনসভার মঞ্চ’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ১৬, ২০২২
‘পদ্মা সেতুর আদলেই হচ্ছে জনসভার মঞ্চ’ 

মাদারীপুর: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, ২৫ জুন উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চ পদ্মা সেতুর আদলেই নির্মিত হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানের সব কিছুতেই থাকছে পদ্মা, পদ্মা সেতু।


 
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরের দিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থল শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরীঘাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।  

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।  

পরিদর্শনকালে নেতারা জনসভা স্থলের সর্বশেষ অগ্রগতি ছাড়াও আগত মানুষের স্যানিটেশন, পানীয় ব্যবস্থা, সড়ক ব্যবস্থাপনার অগ্রগতির খোঁজ-খবর নেন।

নূর-ই আলম চৌধুরী বলেন, পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর জনসভা স্থলের মঞ্চ শিবচরের মাটিতে হওয়ায় আমরা সৌভাগ্যবান। এত সুন্দর একটি স্থান যে, একদিকে নদী, একদিকে পাকা রাস্তা এবং পাকা জায়গা আছে। যে কারণে বৃষ্টির জন্যও জনসভার কোনো সমস্যা হবে না। আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা, কর্মকর্তারা এখানে পরিদর্শনে আসছেন। আশা করি কোনো ধরনের সমস্যা হবে না।

চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী আরও বলেন, তাছাড়া নিরাপত্তাতো অবশ্যই আছে। বৃহত্তর বরিশালসহ বিভিন্ন চরাঞ্চল থেকে অনেক মানুষ লঞ্চে আসবেন। লঞ্চে যারা আসবেন, তাদের খুব বেশি হলে ১০০ গজ হাঁটতে হবে জনসভা স্থলে আসতে। উদ্বোধনের পরে এই মঞ্চেই আমরা সাত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আরও কিছু চমক থাকবে। আমরা মনে করি, যারা পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান দেখবে না, তারা অনেক কিছু মিস করবে।

আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।