ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০২২
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম কাউখালী থানা

পিরোজপুর : পিরোজপুরের কাউখালীতে স্কুল পডুয়া মেয়েকে  (১৪) উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম করেছেন এক বখাটে।  

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

আহত বাবা বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে কাউখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত বখাটে নিয়ামত উল্লাহ শেখ কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামের আফজাল শেখ এর ছেলে।

থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার পথে নিয়ামত উল্লাহ তাকে নিয়মিত উত্ত্যক্ত করতেন।  এ ঘটনা ভুক্তভোগী স্কুলছাত্রী সম্প্রতি তার পরিবারকে জানায়। মেয়েটির বাবা বুধবার (১৫ জুন) সন্ধ্যায় অভিযুক্ত নিয়ামত উল্লাকে ডেকে এ  ঘটনার প্রতিবাদ জানায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় নিয়ামত উল্লাহ ক্ষিপ্ত হয়ে বাবাকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত বাবাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
এ নিয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ বনি আমীন বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ জনি) রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।