ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাবা-মার বুকে চেপে গলা টিপে হত্যাচেষ্টা, মাদকাসক্ত ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুন ২১, ২০২২
বাবা-মার বুকে চেপে গলা টিপে হত্যাচেষ্টা, মাদকাসক্ত ছেলে আটক

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবা-মায়ের বুকে পা চেপে ও গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে আল মামুনকে (২৫) আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জুন) সন্ধায় উপজেলার বোদা জামাদারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে বাবা রেজাউল করিম তার ছেলের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার লিখিত অভিযোগ করেন। এর পর মঙ্গলবার (২১ জুন) সকালে অভিযোগের প্রেক্ষিতে আল মামুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

অভিযুক্ত আল মামুন একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আল মামুন সোমবার বিকেলে মা মুনিয়ারার কাছে মাদক কেনার জন্য টাকা চান। এ সময় টাকা না দিতে চাইলে মামুন তার মাকে কিলঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে হত্যার উদ্দেশ্যে বুকে পা রেখে গলা টিপে ধরেন। পরে বাবা রেজাউল তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। তখন মামুন তাকেও এলোপাথাড়ি কিলঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে বুকে পা রেখে গলা টিপে ধরেন।

এরপর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ঐদিন রাতেই মামুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বাবা রেজাউল করিম।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের শেষে দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ২১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।