ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উদ্বোধনী প্রস্তুতি দেখতে বাংলাবাজার ঘাটে মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ২৩, ২০২২
উদ্বোধনী প্রস্তুতি দেখতে বাংলাবাজার ঘাটে মানুষের ঢল

মাদারীপুর: আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এ নিয়ে শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে চলছে ব্যপক প্রস্তুতি।

উদ্বোধনী প্রস্তুতি দেখতে এখানে দেখা যাচ্ছে মানুষের ঢল। এছাড়া জনসভা নিয়েও জনসাধারণের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

সরেজমিনে ঘাট ঘুরে দেখা গেছে, জনসভাস্থলের পাশের সড়ক ও আশেপাশে ঘুরতে আসছেন নানা বয়সী নারী-পুরুষ। দূর থেকে দাঁড়িয়ে দেখছেন প্রস্তুতি। ঘুরছেন ঘাট এলাকায়।

শনিবার (২৫ জুন) জনসভা নিয়ে নানা প্রস্তুতি রয়েছে সাধারণ মানুষের মধ্যেও। তারা কিভাবে সভায় যোগ দেবেন তা নিয়ে চলছে পরিকল্পনা।

বাংলাবাজার ঘাট এলাকার বাসিন্দা হাবিবা আক্তার বাংলানিউজকে বলেন, বাড়ির পাশে এতো আয়োজন! তাই বিকেলে বের হয়েছি দেখতে। মঞ্চের কাছাকাছি যাওয়ার বা ছবি তোলার সুযোগ নেই। তাই দূর থেকে দেখছি।

আরেক বাসিন্দা মো. কায়েস বলেন, আমরা ঘুরতে বের হয়েছি। পুরো এলাকা সাজ সাজ অবস্থা। ঘুরে দেখতে বেশ ভালো লাগছে।

ইয়াছিন নামের এক কলেজছাত্র বলেন, আমাদের বাড়ি ঘাটের পাশেই। পুরো এলাকায় উৎসবের আমেজ বইছে এ অনুষ্ঠানকে ঘিরে। বিকেল হলেই নারী-পুরুষ, শিশুরা ঘাটে আসছেন আয়োজন দেখতে। এসব দেখে আমাদেরও অনেক আনন্দ লাগছে।

এদিকে জনসভাকে ঘিরে পুরো ঘাট এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা। অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এখানে। সমাবেশের মঞ্চসহ সমাবেশ স্থানের ছবি তুলতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি মঞ্চের কাছাকাছি যাওয়ারও কোনো সুযোগ নেই। স্থানীয়রা পরিদর্শনে আসলেও লঞ্চঘাটের আশপাশ এবং সড়কে ঘুরছেন। জনসভাকে ঘিরে তাদের মধ্যে এক ধরণের উৎসব আমেজ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।