ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুতে ‌‘প্রকৃতির ডাকে সাড়া দেওয়া’ যুবককে খুঁজছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০২২
পদ্মা সেতুতে ‌‘প্রকৃতির ডাকে সাড়া দেওয়া’ যুবককে খুঁজছে পুলিশ

ঢাকা: পদ্মা সেতুতে ওঠে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া সেই যুবককে খুঁজছে পুলিশ। ছবিটি ভাইরাল হওয়ার পর ইতোমধ্যে তাকে শনাক্ত করতে কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৬ জুন) সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা বায়েজিদ তালহা নামের এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই মধ্যেই আরেক যুবকের নাট-বল্টু খোলার ভিডিও ভাইরাল হয়েছে।

সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ জানান, নাট-বল্টু খোলার ভিডিও করায় বায়েজিদ নামের একজনকে আটক করা হয়েছে। আরেকজন যুবকের নাট-বল্টু খোলার ভিডিও সিআইডির নজরে এসেছে, তাকে খোঁজা হচ্ছে।

এছাড়া সেতুর ওপর প্রকৃতির ডাকে সাড়া দেওয়া আরেক যুবকের ছবি ভাইরাল হয়েছে। তাকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, জুন ২৬, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।