ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাগুরায় শিয়ালের কামড়ে আহত ৬ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুন ২৭, ২০২২
মাগুরায় শিয়ালের কামড়ে আহত ৬ জন

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই দিনে শেয়ালের কামড়ে ৬ জন আহত হয়েছেন। তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৭জুন) সকালে মহম্মদপুর উপজেলার  চরঝামা গ্রামে শিয়ালের কামড়ে এই আহতের ঘটনা ঘটে।

জানা যায়, চরঝামা গ্রামের খোকন মিয়া (৫০) ও বিল্লাল শেখ (২৪) এবং আড়মাঝি গ্রামের ফরিদ মোল্যা (৬৫) শেয়ালের কামড়ে আক্রান্ত হয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এর আগে রোববার (২৬ জুন) বিকেলে তিন জন সুমন ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন জানান, তাদের সবাইকে ভ্যাকসিন নিতে বলা হয়েছে। এজন্য তাদের মাগুরা সদর হাসপাতালে যেতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, আক্রান্তদের কাছ থেকে জানা গেছে, দিনের বেলায় চর এলাকায় শিয়ালগুলো পেছন থেকে কামড় দিচ্ছে। সে কারণে এলাকার সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২৭, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।