ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিষাক্ত মদপানে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুলাই ২, ২০২২
বিষাক্ত মদপানে মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় অতিরিক্ত মাত্রায় বিষাক্ত মদপান করায় আশরাফ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় রিক্সাচালক ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৩০ জুন) রাতে নিজ বাড়িতেই অতিরিক্ত মাত্রায় বিষাক্ত মদ পান করেন আশরাফ আলী। পরে শুক্রবার দুপুরে তিনি অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।