ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) ভৈরব ক্যাম্প।

সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার কুট্টাপাড়া এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার মুসলিম পাড়া গ্রামের মৃত মো. মনি খাঁনের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে মঞ্জিল (২৫) ও একই থানার মনুমেম্বার পাড়ার মাহতাব মিয়ার ছেলে মো. মাসুদ রানা (১৯)।

র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। পরে সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৫ কেজি গাঁজাসহ মঞ্জিল ও মাসুদ রানাকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবতী এলাকা থেকে গাঁজা এনে অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় সরাইল থানায় মাদক আইনে মামলা দায়ে করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।