ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নওগাঁ শহরের ৭ তলায় বসে বোমা বানাতেন জিসান-মুকেশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
নওগাঁ শহরের ৭ তলায় বসে বোমা বানাতেন জিসান-মুকেশ 

নওগাঁ: নওগাঁর একটি ৭ তলা ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)৷

আটকরা হলেন- ঢাকা জেলার দক্ষিণ বাড্ডা এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে ওসমান গনি জিসান ও যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়ার মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী মুকেশ।

মঙ্গলবার (০৫ জুলাই) সকালে র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বলা হয়, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ শহরের পার নওগাঁ ধোপাপাড়ার মোবারক আলী নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ লাল ও সাদা বর্ণের কেমিক্যালযুক্ত পাউডার, কেমিক্যালযুক্ত মাটি, বিউটেন গ্যাসযুক্ত কৌটা, বোম সাদৃশ বস্তু ও ব্যাটারিসহ বোমা বানানোর বেশকিছু উপাদান পাওয়া যায়। ঘটনাস্থল থেকে আটক করা হয় জিসান ও মুকেশকে। কিন্তু অন্য জেলার মানুষ এ জেলায় এসে কেন এসব বানাতেন সে বিষয়ে এখনো পরিষ্কার হতে পারেনি র‍্যাব।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।