ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির অপেক্ষায় যাত্রীরা, নেই যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির অপেক্ষায় যাত্রীরা, নেই যানজট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রায় নেই যানজট। তবে মাঝে মধ্যে অতিরিক্ত গাড়ির চাপ দেখা যাচ্ছে।

এতে যান চলাচলে কিছু সময় থাকছে ধীরগতি।

শুক্রবার (৮ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর, মদনপুর এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে মোড়ে মোড়ে হাজার হাজার যাত্রী যানবাহনের অপেক্ষায় করছেন। যানবাহন খালি পেলে কিংবা কোনো যানবাহনে দাঁড়িয়ে যাত্রী নিলেই উঠে যাচ্ছেন তারা।

প্রতিটি পয়েন্ট ও পুরো সড়কের কোথায় যানজটের দেখা মেলেনি। তবে রয়েছে অতিরিক্ত গাড়ির চাপ।

শিমরাইল মোড়ে যানবাহনের জন্য অপেক্ষা করা যাত্রী নাহিন হাসান জানান, ছুটি পেয়েছি রাতে। এখন বাড়ি যাবার জন্য অপেক্ষা করছি। আশা করছি কোনো না কোনো গাড়ি উঠিয়ে নেবে। যাবো চট্টগ্রামে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, যানজট নেই। মহাসড়কে মাঝে মধ্যে অতিরিক্ত গাড়ির চাপ থাকলে টার্নিংয়ের সিগন্যালের কারণে কিছুটা ধীরগতি হচ্ছে। আশা করছি সেই ভোগান্তির ঈদযাত্রা এ বছর আর হবে না।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।