ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বরিশালে ইয়াবাসহ যুবক আটক

বরিশাল: বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) দিনগত রাতে বরিশাল নগরের শেরে বাংলা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মুলাদী কাজীরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সানিকে (২২) আটক করা হয়।

অভিযানের খবর পেয়ে অন্য এক মাদকবিক্রেতা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের বাসিন্দা রিয়াজ মাহমুদ (৪৭) পালিয়ে যায়।

এনায়েত হোসেন বলেন, সানি নামে এক মাদকবিক্রেতা এক হাজার ইয়াবার একটি চালান নিয়ে বরিশাল নগরীর রিয়াজ মাহমুদের কাছে আসছে, এমন একটি খবর আসে আমাদের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজের বাড়ির আশপাশ এলাকায় অবস্থান করি। সানি রিয়াজের কাছে ইয়াবা দেওয়ার সময় তাদের চারদিক থেকে ঘিরে ফেলি। এরপর ইয়াবাসহ সানিকে আটক করতে সক্ষম হই। তবে উৎসুক জনতার অতিরিক্ত আগ্রহের কারণে রিয়াজ পালিয়ে যান। অভিযান অব্যাহত রয়েছে। অতিদ্রুত রিয়াজকে আটক করতে পারবো বলে আশা প্রকাশ করছি।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।