ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ আটক ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলীতে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সকালে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাদের আটক করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পরে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়।

আটকরা হলেন দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রিসাইডিং অফিসার মাহমুদ এবং দায়িত্বপ্রাপ্ত নৌকার এজেন্ট মাজহারুল।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনিয়ম করায় সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদকে আটক করা হয়েছে। এছাড়া একই কেন্দ্রে জোর করে অন্যের ভোট দিয়ে দেওয়ায় নৌকার এজেন্টকেও আটক করা হয়।

প্রসঙ্গত, সদরের দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সালাউদ্দিন চৌধুরী জাবেদ। স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন মো. আলতাফ হোসেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৫৭ জন। সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।