ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না.গঞ্জে এসপি অফিসের পাশে যুবককে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
না.গঞ্জে এসপি অফিসের পাশে যুবককে হত্যা প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩১ জুলাই) রাত ৭টার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আইনজীবী সহকারী সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পুলিশ সুপার কার্যালয়ের বরাবর লিংক রোডে এক যুবককে পড়ে থাকতে দেখি। তাকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। কে বা কারা তাকে ছুরি মেরেছে তা দেখিনি কিন্তু ছেলেটার নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ছেলেটির পরনে ফুল প্যান্ট ও ফুল হাতা শার্ট ছিল। তার নাম পরিচয় জানিনা।

ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবক মারা গেছেন। তার বুকে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।