ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ১৮ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ১৮ 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

বুধবার (৪ আগস্ট) দুপুরে মহেশপুর বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ, দু’জন নারী ও ছয়জন শিশু-কিশোর রয়েছেন।  

তারা হলেন- বীনা মজুমদার (৩৫), কেয়া মজুমদার (১৭), কেয়া মজুমদার (১৭), জয় মজুমদার (১৩), নিগম মজুমদার (২০), মৃনাল কীত্তনীয়া (৩৭), প্রভাতী কীত্তনীয়া (৩০), মিষ্টি কীত্তনীয়া (১১), প্রান্ত কীত্তনীয়া (০৭), তানভীর হোসেন (২৫), মো. আজিজুর রহমান (৩৪), মো. সুজন মিয়া (৩৩), নাওয়াজ শরীফ (১৯), মো. শরীফ (১৬), মো. রইচ মোল্লা (২৫), প্রসেনজিৎ হালদার (২৮), আশরাফুল ইসলাম (৩৪), আফ্রিদি (৪) ও বিল্লাল ফকির (২৪)। তাদের বাড়ি বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, খুলনা ও বাগেরহাট জেলায়।

তাদরে নামে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।