ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে ফেনসিডিলসহ নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
মেহেরপুরে ফেনসিডিলসহ নারী গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরে মাদকরিরোধী অভিযানে ১৬০ বোতল ফেনসিডিলসহ আনিছা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (৬ আগস্ট) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

 

আনিছা জেলা সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের স্কুলপাড়ার আব্দুল মালেকের স্ত্রী।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহম্মেদ বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (৫ আগস্ট) দিনগত রাতে ওই পাড়ায় মালেকের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটি থেকে ১৬০ বোতল ফেনসিডিল জব্দসহ আনিছাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।