ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ফিলিং স্টেশনে পরিমাণে তেল কম দেওয়ায় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংস্থার নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক সেলিমুজ্জামান জানান, আভিযানকালে আলিগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স জননী ফিলিং স্টেশনে ৫ লিটার ডিজেলে ২৩০ মিলিলিটার কম পাওয়ায়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৭ ধারায় ৫০ হাজার ও ৪৮ ধারায় ৫০ হাজার মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও জানান, অভিযানে উপস্থিত থেকে জেলা পুলিশের একটি টিম, পরিবেশ অধিদপ্তর ও ক্যাবের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।