ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

জ্বালানি তেল পরিমাপে কারচুপি, কুমিল্লায় ২ ফিলিং স্টেশনকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
জ্বালানি তেল পরিমাপে কারচুপি, কুমিল্লায় ২ ফিলিং স্টেশনকে জরিমানা 

কুমিল্লা: কুমিল্লায় জ্বালানি তেল পরিমাপে কারচুপি করায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (৭ আগস্ট) এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম।

 

তিনি জানান, কুমিল্লা জেলার পদুয়ার বাজার, আলেখারচর ও কালাকচুয়া বিশ্বরোড এলাকার ফিলিং স্টেশনগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে ১২টি ফিলিং স্টেশনের ৩০টি ওজন পরিমাপক যন্ত্র যাচাই করা হয়। এসময় পরিমাপে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম তেল দেওয়ায় এবং পরিমাপক যন্ত্রে কারচুপি করায় সুরাতলী পদুয়ার বাজার এলাকার রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা এবং কালাকচুয়া এলাকার ইস্ট জোন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানের সময় বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান এবং জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।