ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাগরে নিখোঁজ আরও ৪১ জেলেকে উদ্ধার করলো বনবিভাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
সাগরে নিখোঁজ আরও ৪১ জেলেকে উদ্ধার করলো বনবিভাগ

সাতক্ষীরা: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৪১ জেলেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বনবিভাগ। রোববার (২১ আগস্ট) বিকেলে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এসব জেলে বরগুনা ও পিরোজপুর জেলার বাসিন্দা। তারা এফবি মায়ের দোয়া, এফবি লাকি ও এফবি ভাই ভাই ট্রলার যোগে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন।
 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা সুন্দরবনের মাহমুদা নদী এলাকা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যেয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে নিখোঁজ হওয়া ৪১ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। রোববার বিকেলে উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।