ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

চকবাজারে ফের পলিথিন কারখানায় আগুন, ঘণ্টাখানেক পরে নির্বাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
চকবাজারে ফের পলিথিন কারখানায় আগুন, ঘণ্টাখানেক পরে নির্বাপন প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনে।

 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টা ৪৮ মিনিটে চকবাজার রহমতগঞ্জের মাঠের পাশে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনো জানা যায়নি। হতাহতের সংবাদ নেই।

এদিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, রহমতগঞ্জের মাঠের পাশে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা সেটা নির্বাপন করে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যতটুক জানা গেছে, সেই কারখানায় প্লাস্টিকের দানা থেকে বিভিন্ন জিনিস তৈরি করা হতো।

প্রসঙ্গত,  চলিত মাসের ১৫ আগস্ট চকবাজারে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় জন নিহত হন।

এজেডএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।