ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

মোবাইল গেমস খেলায় বাধা, লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
মোবাইল গেমস খেলায় বাধা, লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিবেশির লাঠির আঘাতে আসাদ খান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোবাইল গেমস খেলায় বাধা দেওয়ার জেরে এ ঘটনা ঘটে।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে ঘটনাটি ঘটেছে।

আসাদ ওই গ্রামের মৃত ইদন খাঁর ছেলে।

নিহতের স্ত্রী হনুফা বেগম জানান, প্রতিবেশি নুরজুমানের ছেলে শাহীন তাদের বাড়ির পেছনে বসে বসে প্রায়ই মোবাইল গেমস খেলে। আজ (শনিবার) সকালে আসাদ বাজার থেকে ফিরে দেখতে পান বখাটে শাহীন বাড়ির পেছনে বসে মোবাইলে গেমস খেলছে। এ সময় তিনি শাহীনকে অন্য স্থানে চলে যেতে বলেন। এতে শাহীন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আসাদের মাথায় আঘাত করে। লাঠির আঘাতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আসাদকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।