ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

চালের আমদানি শুল্ক প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
চালের আমদানি শুল্ক প্রত্যাহার

ঢাকা: চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।

 

রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। ফলে ব্যবসায়ীরা এখন মাত্র ১৫ শতাংশ শুল্ক দিয়ে সেদ্ধ ও আতপ চাল আমদানি করতে পারবেন। তবে সুগন্ধি চাল পূর্ণ শুল্ক ৬২ শতাংশ দিয়ে আমদানি করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২, আপডেট: ২১৪৭ ঘণ্টা
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।