ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

ব্রাহ্মণবাড়িয়া: অতিরিক্ত গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে গেছে। রোববার (২৯ আগস্ট) দুপুর দেড়টার পরে সদর উপজেলার ছোটহরণ এলাকায় বিষয়টি চোখে পড়ে স্থানীয়দের।

এর ফলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে তারা দেখতে পান ছোটহরণ এলাকায় ৩৯ নম্বর রেলসেতুর কাছে আপলাইনের রেললাইন বেঁকে গেছে। শিপন নামে স্থানীয় এক তরুণ প্রথম বিষয়টি দেখতে পায়। এরপর সে লাল কাপড় দেখিয়ে আপলাইনে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের গতিরোধ করে। পরে খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পানি ঢেলে রেললাইন ঠাণ্ডা করে মেরামতের কাজ শুরু করেন।

রেলওয়ের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনমাস্টার সাকির জাহান জানান, অতিরিক্ত গরমে রেললাইন বাঁকা হয়ে গিয়েছিল। এ সময় ওই লাইনে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে আমরা ডাউন লাইনে চট্টলা ট্রেনটি পার করে দিয়েছি। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।