ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেটে কলেজছাত্রীকে চাপা দেওয়া বাসের চালক আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
সিলেটে কলেজছাত্রীকে চাপা দেওয়া বাসের চালক আটক 

সিলেট: সিলেটে বাসচাপায় দুই কলেজছাত্রী হতাহতের ঘটনায় পলাতক চালক দুলাল মিয়াকে আটক করা হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) ভোররাতে নগরের উপকন্ঠ শাহ পরান এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।     

গত ৩০ আগস্ট সিলেট জেলার জকিগঞ্জের আটগ্রামে স্থানীয় লুৎফর রহমান স্কুল অ্যান্ড কলেজের ফাতিমা বেগম ও ছাদিকা আক্তার নামের দুই শিক্ষার্থীকে বেপরোয়া গতির বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফাতিমা আক্তারের মৃত্যু হয়।

অপর শিক্ষার্থীকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।

পরবর্তীতে সময়ে জকিগঞ্জ থানা পুলিশ গাড়ির হেল্পার সাবু মিয়াকে আটক করলেও এ ঘটনার মূল হোতা গাড়িচালক দুলাল পলাতক ছিলেন।  

৩০ আগস্ট দুপুর ২টার দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম স্টেশনের পাশে ‘অনিকা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে যায়। এসময় বাসচাপায় ফাতেমা আক্তার (১৮) নামে এক ছাত্রীর মৃত্যু হয়। নিহত ফাতেমা উপজেলার জালালাবাদ গ্রামের আব্দুস সালামের মেয়ে। তিনি স্থানীয় লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।