ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিআইডির গাড়ি কেড়ে নিল ওষুধ কোম্পানির কর্মীর প্রাণ

ডিস্ট্র্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
সিআইডির গাড়ি কেড়ে নিল ওষুধ কোম্পানির কর্মীর প্রাণ নিহত মো. সোহাগ

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গাড়ির চাপায় মো. সোহাগ (২৮) নামে এক যুবক মারা গেছেন। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির।

তিনি জানান, বুধবার  বিকেলে  নাজিরপুর থেকে সিআইডি পুলিশের একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরের মেশ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ‘দ্য একমি ল্যবরেটারিজ লি. এর ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট (ডিএ) হিসেবে নাজিরপুরে কর্মরত ছিলেন।

জানা যায়, বুধবার বিকেলে নাজিরপুর থেকে সিআইডি পুলিশের একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোহাগকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা গেছেন তিনি।

সোহাগের মৃত্যু নিশ্চিত করে দ্য একমি ল্যবরেটারিজ লি. এর পিরোজপুরে কর্মরত সিনিয়র মেডিক্যাল  প্রমোশন অফিসার মো. মনির হোসেন জানান, সোহাগ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সের সামনে থেকে হেঁটে যাওয়ার সময় সিআইডি পুলিশের পিকআপ ভ্যানটি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর সোহাগের শরীরের বাম পাশে গাড়িটি চাপা দেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মূল চালক অন্য একজনকে গাড়ি চালানো শিখাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।