ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

হত্যা-গুম করিয়ে আন্দোলন থামানো যাবে না: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
হত্যা-গুম করিয়ে আন্দোলন থামানো যাবে না: এ্যানি

লক্ষ্মীপুর: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। পুলিশ দিয়ে হত্যা ও গুম করিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না।

কোনো বাধাই বিএনপিকে রুখতে পারবে না। আন্দোলন করতে হিম্মত লাগে। সেই হিম্মত আমাদের আছে।  

সফলতার চ্যালেঞ্জ নিয়ে আন্দোলনে মাঠে নেমেছি। সফল হয়েই ঘরে ফিরব। বিএনপির আন্দোলন দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে, মন্তব্য এ্যানির।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা যুবদলের শোক র‌্যালি ও কালো পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।  

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওনের মৃত্যুর প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা যুবদল শোক র‌্যালির আয়োজন করে। মিছিলটি শহরের পুরাতন গো-হাটা থেকে বাজারের দিকে যাওয়ার পথে পুলিশ নেতাকর্মীদের বাধা দেয়। এতে মিছিল নিয়ে নেতাকর্মীরা বিএনপি নেতা এ্যানির লক্ষ্মীপুরের বাসভবনে গিয়ে সমাবেশে মিলিত হন।

বিএনপি নেতা এ্যানি বলেন, পুলিশ বিনা উসকানিতে আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে। লক্ষ্মীপুর যুবদলের মিছিলেও পুলিশ বাধা দিয়েছে। কিন্তু বাধা দিয়ে লাভ হয়নি।  

এসময় বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ হারুনুর রশিদ হারুন, জেলা  কৃষকদলের সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ অনেকে।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, র‌্যালি করার জন্য বিএনপি কোনো অনুমতি নেয়নি। যানজট নিরসনের লক্ষ্যে তাদের বাজারের দিকে আসতে দেওয়া হয়নি। কিন্তু তাদের মিছিলে কোনো বাধা দেয়নি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।