ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফরিদপুর সার্কিট হাউজে ঝুলছিল পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
ফরিদপুর সার্কিট হাউজে ঝুলছিল পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ

ফরিদপুর: ফরিদপুর সার্কিট হাউজের একটি কক্ষ থেকে ভানু জমাদ্দার (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর গলায় রশি বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউজের পূর্বপাশের জবা-০৬ নম্বর কক্ষের দরজায় গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ভানু জমাদ্দার শহরের হাবেলি গোপালপুর মহল্লার রেল কলোনির বাসিন্দা শংকর জমাদ্দারের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলানিউজকে জানান, সার্কিট হাউজের একটি বিশ্রাম কক্ষের দরজার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।