ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভোলায় নদীতে পড়ে ফেরির স্টাফ নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
ভোলায় নদীতে পড়ে ফেরির স্টাফ নিখোঁজ

ভোলা: ভোলার ভেদুরিয়া ঘাটে মেঘনা নদীতে পড়ে আমিরুল ইসলাম (২২) নামে ফেরির এক স্টাফ নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আমিরুল ঝালকাঠি জেলার নলছিঠি উপজেলার শামিম আহমদের ছেলে ও ভোলা-বরিশাল রুটের চলাচলকারী ফেরি কৃষ্ণচূড়ার লস্কর ছিলেন।  

ভেদুরিয়া ঘাটের টার্মিনাল সহকারী (বিআইডব্লিটিসির) মো. হেলাল উদ্দিন জানান, সকালে লস্কর আমিরুল ফেরিতে দাঁড়িয়ে দেখতে পান নদীতে একটি মাছ ভাসছে। এ সময় তিনি ফেরিতে থেকেই সেই মাছটি তুলতে যান। তখন পা পিছলে তিনি নদীতে পড়ে যান। এর পর থেকে নিখোঁজ রয়েছেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নোমান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল চেষ্টা চালাচ্ছে। তবে দুপুর পর্যন্ত তার সন্ধান মেলেনি।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad