ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুইমিং কমপ্লেক্সের স্কোর বোর্ড অকার্যকরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
সুইমিং কমপ্লেক্সের স্কোর বোর্ড অকার্যকরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ঢাকা: রাজধানীর মিরপুর সুইমিং কমপ্লেক্সে স্থাপিত ইলেকট্রনিক স্কোর বোর্ড অকার্যকর অবস্থায় যারা বিল পরিশোধ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি ৷

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় ৷ 

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশ নেন।

 

বৈঠকে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সার্বিক কার্যক্রম; জাতীয় ক্রীড়া পরিষদের কেনা মিরপুর সুইমিং কমপ্লেক্সে স্থাপিত ইলেকট্রনিক স্কোর বোর্ডটি কেনার পর থেকেই অকেজো থাকার কারণ ও বিভিন্ন প্রতিযোগিতায় সুইমিং ফেডারেশনের স্কোর বোর্ডটি ব্যবহারে কি ধরনের সমস্যা হয় সে সম্পর্কে সুইমিং ফেডারেশনের মতামত; একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় রিপোর্ট সংসদে উপস্থাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের কেনা মিরপুর সুইমিং কমপ্লেক্সে স্থাপিত ইলেকট্রনিক স্কোর বোর্ডটি অকার্যকর অবস্থায় যারা বুঝে নিয়েছে এবং বিল পরিশোধ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সংসদীয় স্থায়ী কমিটির দিক নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে  বৈঠকে সাফ গেমস চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংসদীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।