ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩১, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

ঢাকা: পঞ্চগড় জেলার বোদা থানাধীন এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি পলাতক স্বামী শরিফুল ইসলামকে (২৫) ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

গ্রেফতার শরিফুল পঞ্চগড় জেলার বোদা থানার নতুনবস্তি কাটাবাড়ী এলাকার মো. ফরিদুল ইসলামের ছেলে।

সোমবার (০৩ অক্টোবর) বিকেলে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করে র‌্যাব-৩। অভিযানে শরিফুলের দেহ তল্লাশি করে ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ড এবং নগদ ১৭ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলার বিষয়টি স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। আত্মগোপন করতে ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া নিয়ে ছিলেন শরিফুল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।