ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
বাংলাদেশ-মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন

ঢাকা: বাংলাদেশ-মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন।

মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী স্মরণে রোববার (১৬ অক্টোবর) বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম পররাষ্ট্রসচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের সম্মানে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেন।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে গত ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালয় স্টাডিজের একটি সেন্টার প্রতিষ্ঠা করা হয়। এছাড়া ৩-৭ অক্টোবর কুয়ালালামপুরে বাংলাদেশি কর্মকর্তাদের জন্য একটি মালয়েশিয়ান কারিগরি সহযোগিতা প্রোগ্রামের আয়োজন করা হয়।

এছাড়া ৮-১৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এবং ট্যুরিজম মালয়েশিয়ার সহযোগিতায় মালয়েশিয়ান ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এ উৎসবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ অংশ নেন।

উল্লেখ্য, মালয়েশিয়াই প্রথম মুসলিম দেশ যারা ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, যা পরে ১৯৭২ সালের ৩১ জানুয়ারী সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়। মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্কের শক্তিশালী ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থাপিত করেছিলেন, যিনি ১৯৭৩ সালে মালয়েশিয়ায় প্রথমবার সফর করেন। এ পরিপ্রেক্ষিতে ১৯৭৪ সালের ডিসেম্বরে মালয়েশিয়ার রাজা পঞ্চম ইয়াং ডি-পার্টুয়ান আগং তুয়াংকু আবদুল হালিম মুআদজাম শাহ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন। ।

দুই ভ্রাতৃপ্রতিম দেশ বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করেছে। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে আগামী বছরগুলোতে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও সুসংহত ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।