ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে। এতে ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট সেবায়ও বিঘ্ন ঘটছে।
এ অবস্থায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব।
সোমবার (২৪ অক্টোবর) রাতে অ্যামটব এক বিবৃতিতে জানায়, শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র আঘাতের কারণে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এমতাবস্থায় মোবাইল অপারেটররা বিকল্প পন্থায় ব্যাটারি এবং জেনারেটর ব্যবহার করে নেটওয়ার্ক চালু রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, টেলিকম সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় রেখে জনস্বার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি আমরা।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমআইএইচ/এমজেএফ