ঢাকা: নারায়গঞ্জের মদনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (২৮) ও ফাহিম (২৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে মালামাল ওঠা-নামার কাছে ব্যবহৃত ক্রেনের বুম বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে এ ঘটনা ঘটে।
মৃতরা নারায়ণগঞ্জের মদনপুরের কেওডালা এলাকার বাসিন্দা। তারা ওই ক্রেনের চালক ও হেলপার ছিলেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা জালাল মিয়া বলেন, দুপুরে কেওডালা এলাকায় মালামাল উঠা-নামার কাছে ব্যবহৃত ক্রেন পানি দিয়ে পরিষ্কার করছিলেন রাসেল ও ফাহিম। এ সময় ক্রেনের বুম রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এজেডএস/আরবি