ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

একসঙ্গে কাজ করবে বিমানবাহিনী- বাংলাদেশ বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
একসঙ্গে কাজ করবে বিমানবাহিনী- বাংলাদেশ বিমান

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার ও ইঞ্জিনিয়ারিং ইউনিট পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। রোববার (৩০ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলায় এই পরিদর্শন করেন।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন তাকে স্বাগত জানান।

আনুষ্ঠানিক আলোচনায় এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমানের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও কেবিন সার্ভিসের মানোন্নয়নে বিমান বাহিনীর সহযোগিতার প্রস্তাব দেন। উত্তরে বিমান বাংলাদেশের সিইও এ বিষয়ে একমত পোষণ করেন এবং এ বিষয়ে ভবিষ্যতে সহযোগিতা কার্যক্রমকে প্রসারিত ও কার্যকর করার বিষয়ে যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সম্মত হন।     

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।