ঢাকা: বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ডাকটিকিট ও ই-বুক অবমুক্ত করা হয়েছে। রোববার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাকটিকিট ও ই-বুক অবমুক্ত করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব সরন চারোয়েনসোয়ান।
পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বেড়েছে। দুদেশ নানা ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করছে। এ সহযোগিতা আগামী দিনে আরও বাড়বে বলে তিনি প্রত্যাশা করেন।
মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ ১.২ মিলিয়ন রোহিঙ্গার বোঝা বহন করছে। এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার লক্ষ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডকে আসিয়ান ফোরামে ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব বলেন, বিগত ৫০ বছরে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সম্পর্ক বেড়েছে। দুদেশের সম্পর্ক এক অন্যন্য উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব সরন চারোয়েনসোয়ান দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ডাকটিকিট ও ই-বুক অবমুক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
টিআর/আরবি