কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩০ অক্টোবর) দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিলো চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন। এসময় রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনটির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ (৬০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০২২
আরএ