ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মধুখালীতে ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
মধুখালীতে ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার বিতরণ

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে উপজেলার মির্জাকান্দী গ্রামের এক কৃষককে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে পাওয়ার টিলার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, সুবিধাভোগী কৃষক সুব্রত কুমার দাস প্রমুখ।

 

পাওয়ার টিলার পেয়ে কৃষক সুব্রত কুমার বলেন, সরকারি এ ভর্তুকি মূল্যের যন্ত্র পেয়ে আমি খুব খুশি। আমার তিন ফসলি জমি এ যন্ত্রের মাধ্যমে আবাদ করলে কষ্ট অনেকটা লাঘব হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান বলেন, এ অর্থবছরে আমরা ১০ জন কৃষককে পর্যায়ক্রমে ভর্তুকি মূল্যে এ যন্ত্র দেব। সরকার কৃষির উন্নয়নে এ সুবিধা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।