ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দেশে প্রেম মেনে নেয়নি পরিবার, দ. আফ্রিকায় গলায় ফাঁস বাংলাদেশির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
দেশে প্রেম মেনে নেয়নি পরিবার, দ. আফ্রিকায় গলায় ফাঁস বাংলাদেশির

নোয়াখালী: প্রেমে ব্যর্থ হয়ে মো. জামাল উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় জোহানেসবার্গের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

মো. জামাল উদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এসহাক ব্যাপারী বাড়ির মো. বাকের হোসেনের ছেলে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, মুঠোফোনে জামাল উদ্দিনের বাংলাদেশে স্বজনদেন সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কর্মস্থল থেকে ফিরে নিজ কক্ষে গলায় ফাঁস দেন তিনি। পরে অন্যান্যরা বাসায় ফিরে দরজা খুলে দেখেন তার মরদেহ ঝুলে আছে।

বজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুর রহিম জানান, পার্শ্ববর্তী বাংলাবাজার এলাকার একটি তরুণীর সঙ্গে জামালের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার বিষয়টি মেনে নেয়নি। তাই সে আত্মহত্যা করেছে।

বাংরাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।