ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে নির্মাণাধীন বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
সুনামগঞ্জে নির্মাণাধীন বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

সিলেট: সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন বিদ্যালয়ের ছাদ থেকে নিচে পড়ে ঊষা মনি (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  
 
রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। সে ইউনিয়নের শাহগঞ্জ শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন সকালে বিদ্যালয়ে আসার পর ঊষা মনি পানি নিতে শ্রেণিকক্ষ থেকে বাইরে আসে। এসময় নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে নীচে পড়লে তার মাথায় রডের আঘাত লাগে। তাৎক্ষণিক শিক্ষক ও স্থানীয়রা তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।