ঢাকা: হ্যালোইন উদযাপনের সময় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইতাইওয়ানে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
২৯ অক্টোবর গভীর রাতে মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুকে পাঠানো চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, 'আমি, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আপনার এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। '
তিনি বলেন, 'কোরিয়া প্রজাতন্ত্রের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশ এই ট্র্যাজেডিতে গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং এই কঠিন সময়ে প্রজাতন্ত্রের জনগণের পাশে দাঁড়িয়েছে। '
প্রধানমন্ত্রী প্রার্থনা করেন এবং আশা প্রকাশ করেন কোরিয়ার জনগণ ও সরকার সাহস ও দৃঢ়তার সাথে এই দুঃখজনক ক্ষতি কাটিয়ে উঠবে।
বাংলাদেশ সময়: ২২০৫ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এমইউএম/ইআর